শুক্রবার, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্বধলায় তেলের অভাবে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ‘তেল বরাদ্দ না থাকায়’ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে’র দুটি অ্যাম্বুলেন্স ১৪ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। সরকারি এ্যাম্বুলেন্স সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মুত্যুপথ যাত্রি রোগিরাও।

সেবা প্রার্থীদের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে দ্বিগুণ টাকায়। তাই আক্ষেপ করে রুগীর স্বজন মো. শফিক মিয়া বলেন, আমাদের জন্য সরকারি এ্যাম্বুলেন্স বন্ধ থাকলেও কর্তৃপক্ষ চলাচলের জন্য তাদের গাড়িতে তেল ঠিকই আছে। হায়রে আজব দেশ!

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তেল বরাদ্দ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার এই সেবা চালু করা সম্ভব হবে।

উপজেলায় প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ বসবাস চিকিৎসা জন্য ৫০শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র ভরসা সেইখানে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এতে করে রোগী ও তাদের স্বজনরা পড়েছে চরম বিপাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী সেবা গ্রহন করে। দুটি এ্যাম্বুলেন্স জরুরি সেবার জন্য রয়েছে। এ্যাম্বুলেন্স দিয়ে জরুরি রোগী উন্নত চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে আনা নেওয়া হতো। সরেজমিনে দেখা যায় জরুরী রোগীরা বাইরে থেকে দ্বিগুণ টাকা ভাড়া দিয়ে এ্যাম্বলেন্স সংগ্রহ করে নিজ উদ্দ্যোগে সেবা নিচ্ছে।

এ বিষয়ে পূর্বধলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় এ্যম্বুলেন্সে রোগী পরিবহন সাময়িক ভাবে বন্ধ আছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবার চালু করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ