সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পেকুয়ায় ঝুঁকিপূর্ণ কলেজ ভবনে পাঠদান

মফিজুর রহমান,পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় শহীদ জিয়াউর উপকূলীয় কলেজে ঝুঁকি পূর্ণ ভবনে চলছে পাঠদান। এতে চরম আতঙ্কে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সরজমিনে গিয়ে দেখা যায়, চারতলা বিশিষ্ট মৌলভী সাঈদুল হক ছাত্রবাসের জরাজীর্ণ ভবনে ফাটল ধরেছে। ক্লাস রুমগুলোর বিম এবং ছাদের প্লাস্টার ধসে পড়তেছে।বের হয়ে গেছে ছাদের রড়।যে কোন সময় হতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ভবন টি ঘুরে দেখা যায়, নিচ তলায় ঢুকতে প্রথমে দেখা যায় কলেজ কর্তৃপক্ষের দেওয়ালে ঝুলানো লাল রংঙ্গের ব্যানারে সতর্কবার্তা।তাতে লেখা আছে ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে।
এদিকে ভবনের চাপে বেলকনির গ্রিলগুলো বাঁকা হয়ে গেছে। অপরদিকে তৃতীয় তলার ছাদ ভেঙ্গে ছাদের রড বাহির হয়ে গেছে।চতুর্থ তলায় গিয়ে দেখা যায় পূর্ব পশ্চিম পাশে তিনটি পিলারে ডালাই খুলে রড বের হয়ে আছে।কলেজ সুত্রে জানা যায়, ১৯৯৪ সালে নির্মিত চতুর্থতলা ঝুঁকিপূর্ণ ভবনটিতে রয়েছে প্রথমতলায় শ্রেণীকক্ষ ও হলরুম।আরেকটি ভবন আছে চতুর্থতলা বিশিষ্ট যার মধ্যে দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থতলায় পাঠদান, প্রথম তলায় অধ্যক্ষ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।
কলেজের শিক্ষক- জনাব জাকির হাওলাদার বলেন ছাত্রবাস চার বছর ধরে বন্ধ আছে। ভবনের তুলনায় শিক্ষার্থী বেশি। প্রায় ১৪০০জন মতো শিক্ষার্থী রয়েছে আমাদের কলেজে। প্রতিদিন প্রায় ৫০০জন মতো শিক্ষার্থী
ছাত্রবাসে ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস নিচ্ছি। এছাড়া বাড়ি দুরে হওয়া দুই জন শিক্ষক এই ছাত্রবাসে থাকেন।ভবনটির প্রতিটি রুমের অবস্থা বেহাল। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন,কলেজটি অবকাঠামোগত সমস্যা রয়েছে। যার ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষক শিক্ষার্থীরা চরম আতঙ্কে পাঠদান করে যাচ্ছে। কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ভবনটির সংস্কার অথবা দাবি জানাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *