শাহ ইমরান, কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ১৯২৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে আগামী বছর বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি হবে।
ইতোপূর্বে জলাঞ্চলের ঐতিহ্যবাহী এই বিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীরা দেশ ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি/বেসরকারি অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য বিদ্যালয় সমূহে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।বর্তমান সরকারের সংসদ সচিবালয়ে সচিব ড. মো: আনোয়ার উল্ল্যাহ (এফসিএমএ) এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের কৃতি সন্তান। তিনি ১৯৮০ সালে এই স্কুল থেকে স্ট্যান্ডমার্ক নিয়ে পাশ করেন। এছাড়াও এই বিদ্যালয়ের কৃতি সন্তানদের মধ্যে মরহুম এটিএম আলমগীর এবং তাজুল ইসলাম সাবেক সংসদ সদস্য হিসেবে জলাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন।
শতবর্ষ উদযাপন পরিষদ এর আহ্বায়ক পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ড. একেএম জাহাঙ্গীর বাংলাদেশ সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। শতবর্ষ উদযাপন পরিষদ এর সদস্য সচিব আবুল বাশার (প্রা.প্র.শি) প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন। তিনিও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। আরো অনেক দেশবরেণ্য কৃতি সন্তান রয়েছেন যাদের শৈশব শুরু এই পাঠশালায়।
যেখান থেকে শুরু দেশবরেণ্য অনেক প্রসিদ্ধ মানুষের শৈশব, সেই মুখরিত পাঠশালার শতবর্ষে আবারো মিলিত হওয়ার স্মৃতি পেতে যাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
“শেকড়ে টানে উৎসব প্রাঙ্গণে, শতবর্ষ মহিরুহ” প্রতিপাদ্যে আয়োজনটির সফল বাস্তবায়নে কাজ করছে পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ।
শতবর্ষ পূর্তি উদযাপন হবে আগামী ৩ এপ্রিল ২০২৫ পোমগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।
বিদ্যালয়ে এসে সরাসরি নিবন্ধনের পাশাপাশি, দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য অনলাইন নিবন্ধন সিস্টেম চালু করা হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রী ভাই/বোনদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। ক্রমান্বয়ে বর্তমান ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ও সম্পন্ন করা হবে। রেজিস্ট্রেশন চলবে আগমী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে ২০ টাকা খরচ বেশি দিতে হবে। অনলাইনে যেকোন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, নিজের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন সেবা (বিকাশ মার্চেন্ট এবং নগদ পার্সোনাল) এর মাধ্যমে নিবন্ধন ফি জমা দেওয়া যাবে। পরিবারের সদস্যদের নিয়ে উদযাপনে অংশগ্রহণ করতে চাইলে এই লিংকে নিবন্ধন করুন।