কৃষ্টি কালচার এবং সংস্কৃতির তীর্থভুমি ব্রাহ্মণবাড়িয়াকে মাদক সন্ত্রাস সম্পূর্ণ অপরাধ মুক্ত জেলা হিসাবে দেখতে চাই। যেখানে নারী এবং তরুণ সমাজ স্বপ্ন দেখবে একটি উন্নত আধুনিক সুন্দর সমৃদ্ধ জেলায় নিজের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবার নিয়ে সুস্থ ও নিরাপদ পরিবেশে বাঁচার। প্রজন্ম থেকে প্রজন্মের এক চিলতে অহংকারের নাম হবে ব্রাহ্মণবাড়িয়া। তিতাস বিধৌত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যঘেরা জেলা,শিল্প বানিজ্য কল কারখানা সব দিকে এগিয়ে থাকা ব্রাহ্মণবাড়িয়া নগরীর বুকে জন্ম নেওয়া এক আশির্বাদ ও অহংকারের নাম র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। যার সততা শিক্ষা মেধা প্রজ্ঞা,অসম সাহসীকতায় ঐতিহ্যবাহী এই জেলা আধুনিক ও সমৃদ্ধশালী জেলায় রুপান্তরিত হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।একজন প্রগতি ও শিল্পের ধারক, অসাম্প্রাদায়িক চেতনার বাহক মাননীয় মন্ত্রী জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হৃদ্যতায় এবং দৃঢ় সাহসীকতায় সাম্প্রদায়িক অপশক্তির পরাজয়ের মাধ্যমে সংস্কৃতির সৌহাদ্যপূর্ণ বন্ধুত্বের,ভ্রাতত্বের সম্পর্ক সুদৃঢ় হবে। কাঁধে কাঁধ রেখে এই জেলার অশুভ ও সকল অপসংস্কৃতি দূরীকরণে কাজ করে যাব এবং বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মিশন ভিশন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনাব মোকতাদির চৌধুরী এমপি,মাননীয় মন্ত্রী মহোদয়ের
হাত ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়নের মহা সড়কে দুর্বার গতিতে এগিয়ে যাবে আমরাও উন্নত ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্ন দেখব ও স্বপ্ন বাস্তবায়নের সারথী হবো এই প্রত্যাশা।
এম বি কানিজ
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ যুব মহিলা লীগ।
সংরক্ষিত সদস্য,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।