
যায়যায়কাল প্রতিবেদক: প্রতারণার অভিযোগে বিমানের একজন কেবিন ক্রু গ্রেফতার হয়েছেন, আরেকজন কেবিন ক্রু গা ঢাকা দিয়েছেন।
তারা হলেন, ক্রু জিসান আহমেদ ছাকিন ও খাদিজা সুলাতানা শিমু। এ নিয়ে বিমানে চলছে তোলপাড়।
জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড.সাফিকুর রহমান বলেন, ‘এসব অভিযোগ আর কতো শুনব, কতো অ্যাকশান নেব। একজনের শাস্তি দেখে যদি অন্যরা শিক্ষা না নেয়, সতর্ক না হয়, তাহলে আর তো এসব চলতেই থাকবে।’
জানা গেছে, নারী সহকর্মীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ড জিসান আহমেদ ছাকিনকে গ্রেফতার করেছে র্যাব-১।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে ছাকিনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, একটি মামলার ওয়ারেন্টভভুক্ত আসামি জিসান আহমেদ ছাকিনকে র্যাব গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ছাকিন এর আগেও ওই নারী সহকর্মীর সঙ্গে প্রতারণাসহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। একদিকে আদালতে মামলার কার্যক্রম, অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের তদন্ত চলমান রয়েছে ছাকিনের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, ছাকিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ের কথা চলছিল। একপর্যায়ে পরিবারের সম্মতিতে তার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়। এরপর ছাকিন ঘুরতে যাওয়ার কথা বলে আত্মীয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর সেই ভিডিও ধারণ করে বিভিন্ন সামাজিক যোগোযোগমাধ্যম এবং আত্মীয় বন্ধু-বান্ধব ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। এমনকি ওই নারীর ই-মেইল ও ইন্সটাগ্রাম হ্যাক করে ছাকিন তার মোবাইলে নিয়ে ওইসহ ছবি ও ভিডিও পাঠিয়ে দেয়। ছাকিনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হলে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আত্মীয়-স্বজনদের মাধ্যমে সমস্ত ভিডিও সরিয়ে ফেলার কথা বলে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে ফের বেপরোয়া হয়ে উঠে ছাকিন। এরপর এক কাজীর সহযোগিতায় ভুয়া কাবিননামা তৈরি করে স্ত্রী দাবি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ছাকিন ও কাজীসহ অন্যন্যদেও বিরুদ্ধে মামলা করলে আদালত ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওই মামলায় মঙ্গলবার র্যাব তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। বোরকা পরে পালিয়ে বেড়াচেছন শিমু।
এদিকে প্রতারণার অভিযোগে দায়েরকৃত একজন প্রকৌশলীর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পািলয়ে বেড়াচেছন বাংলাদেশ বিমানের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমু। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রবিবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এরপর থেকেই শিমু পালিয়ে বেড়াচেছন। তার সহকর্মীরা জানিয়েছেন, শিমু এখন বোরকা পরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। এই বেশেই সেদিন বলাকায় আসেন।
চাঞ্চল্যকর এই মামলার বাদী-পক্ষের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান সাংবাদিকদেরকে বলেন, আমার মক্কেল দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার। অভিযুক্ত ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু পদে থেকে তার পেশাগত অবস্থান ও বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা সংঘটিত করেছেন বলে আমাদের অভিযোগ। আদালত আজ প্রাথমিক শুনানি শেষে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। এটি আমাদের দাখিল করা অভিযোগের প্রাথমিক বিশ্বাসযোগ্যতা ও আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে বলে উলেখ করেন তানভীর।
জানা গেছে, ভুক্তভোগী একটি বেসরকারি এয়ার ল্ইান্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ওমর ফাারুক চৌধুরির সঙ্গে ফেসবুকে পরিচয় হওয়ার পর ১১ মাসের সম্পর্কে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উলেুখ করা হয়েছে। বাদীপক্ষের উপস্থাপিত অর্থ লেনদেনের বিস্তারিত প্রমাণপত্র দেখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিস্ময় প্রকাশ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন (মামলা নম্বর: সিআর-১২১২/২৫)। তদন্ত শেষে উত্তরা থানা মামলাটি সত্যতা পায় এবং রিপোর্ট দাখিল করলে আদালত খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার আর্জি থেকে জানা যায়, ২০২৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর ফারুকের সঙ্গে বিমানবালা খাদিজা সুলতানা শিমুর পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা উত্তরার একটি রেস্টুরেন্টে প্রথমবার দেখা করেন। বাদীর উন্নত পেশা ও সামাজিক অবস্থানকে পুঁজি করে শিমু অল্প সময়ের মধ্যেই তার বিশ্বাস অর্জন করেন। তিনি বাদীর পরিবারের সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তোলেন এবং নিজেকে তাদের ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। উভয় পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি ছিল।
মামলার আর্জিতে বলা হয়েছে, সম্পর্ক গভীর হওয়ার পর শিমু বাদীকে বিয়ের আশ্বাস দেন। এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে তিনি বিভিন্ন সময়ে ও অজুহাতে বাদীর কাছ থেকে অর্থ আদায় করতে থাকেন। নগদ টাকা, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং, ঘর সাজানোর ফানির্চার, ফ্লাগশিপ মোবাইল, কসমেটিকস, শপিংয়ের বিল পরিশোধের মাধ্যমে ধাপে ধাপে এই অর্থ গ্রহণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৫ সেপ্টেম্বর নিজের জন্মদিনে শিমু বাদীর কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি হীরার আংটি উপহার হিসেবে নেন। সেদিন তিনি দ্রুতই বাদীকে বিয়ে করবেন বলে পুনরায় আশ্বাস দেন। পরে শিমু প্রস্তাব দেন, তাদের বিয়ের সম্পূর্ণ খরচ বাদীকে বহন করতে হবে এবং সেই অর্থ অনুষ্ঠানের আগেই পরিশোধ করতে হবে। তার কথায় বিশ্বাস করে বাদী বিয়ের খরচ বাবদ মোট ১৬ লাখ ২৪ হাজার ৫১১ টাকা প্রদান করেন। এর বাইরে আরও ৪ লাখ টাকা ক্যাশ নেন তিনি। হীরার আংটিসহ সর্বমোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা। টাকা হাতে পাওয়ার পর শিমুর আচরণে পরিবর্তন আসতে শুরু করে বলে বাদী অভিযোগ করেন। বাদীর পরিবার থেকে দুইবার বিয়ের দিন তারিখ চূড়ান্ত করার প্রস্তাব দেওয়া হলেও শিমু বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান।
এজাহারে আরও বলা হয়, শিমু ও তার মা নতুন করে দাবি করেন যে, অতিরিক্ত ১০ ভরি স্বর্ণালংকার ও আরও অর্থ না দিলে এই বিয়ে সম্ভব নয়। বাদী আরও অভিযোগ করেন, সম্পর্কের বিভিন্ন পর্যায়ে শিমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বাদীর কাছে আপত্তিকর ছবি ও ভিডিও চাইতেন। পরবর্তীতে সেই ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, বিমানবালা শিমু অর্থ আদায়ের জন্য আধুনিক ‘হানি ট্র্যাপ’ ও ‘থার্স্ট ট্র্যাপ’ (যৌন আবেদনময়ী ছবি/ভিডিও দিয়ে মনোযোগ আকর্ষণ) কৌশল ব্যবহার করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ছবি ও ভিডিও পোস্ট করে এবং ব্যক্তিগত আলাপে আবেদনময়ী আচরণ করে ভুক্তভোগীকে আকৃষ্ট করেন এবং বিয়ের ফাঁদে ফেলে অর্থ আদায় করেন।
জানা গেছে- প্রতারণার শিকার হওয়ার পর বাদী প্রথমে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি ব্যাংক স্টেটমেন্ট, অর্থ লেনদেনের রসিদ এবং সাক্ষীদের প্রমাণসহ আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ ও প্রমাণপত্র পর্যালোচনা করে মামলাটি দণ্ডবিধির ৪২০ প্রতারণা, ৪০৬ (বিশ্বাসভঙ্গ) এবং ৫০৬ (ফৌজদারি ভীতি প্রদর্শন) ধারায় গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে উত্তরা থানা মামলাটি সত্যতা পায় এবং রিপোর্ট দাখিল করলে আদালত খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বেশ ক বছর ধরে বিমানের কেবিন ক্রুদের বিরুদ্ধে এ ধরনের প্রতারণার কথা শোনা যাচ্ছে। তবে ইজ্জতের ভয়ে যাত্রীদের কেউ বিমানে লিখিত অভিযোগ দেননি। ফলে কারও বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া যায়নি। কিন্তু এবার দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিওসহ পর্যাপ্ত তথ্য-প্রমাণ জমা দিয়েছেন ওই দুই ভুক্তভোগী। এখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে চাকরিবিধি অনুযায়ী তাদের চাকরিচ্যুতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাতে এ ধরনের প্রতারণার সাহস না পান অন্য কেবিন ক্রুরা।












