সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিবাদের মুখে কলমাকান্দার ইউএনওর বদলি আদেশ বাতিল

মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্থানীয়দের প্রতিবাদের মুখে গত বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাসুদুর রহমানকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়। পরদিন সকালে এলাকাবাসী ইউএনওকে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা দাবি করে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে।

বিকেলে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনওর বদলি আদেশ বহাল রেখে শুধু তাৎক্ষণিক দায়িত্ব থেকে অবমুক্তির সিদ্ধান্ত বাতিল করে। তবে কিছু সময় পর বদলির আদেশটি পুরোপুরি প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্র জানায়, গত শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার এলাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছিলেন। স্থানীয়দের খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে পারভেজকে আটক করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ইউএনওকে শাসিয়ে বলেন, ‘এখানে কার অনুমতিতে এসেছেন? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইল কোর্ট করতে হলে আমাকে বলতে হবে।’ ইউএনও জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে।’

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। এর পরদিন (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করে।

এর একদিন পর ২০ জানুয়ারি ইউএনও মাসুদুর রহমানকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ২১ জানুয়ারি স্থানীয় লোকজন মানববন্ধনের মাধ্যমে দ্রুত বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করে পোস্ট দেন। তিনি বদলির আদেশ প্রত্যাহারের পাশাপাশি বদলির সুপারিশকারীদের নাম প্রকাশের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগও ইউএনওর বদলি আদেশকে অন্যায় উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

উল্লেখ্য, মাসুদুর রহমান গত ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *