বুধবার, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনগর উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

শাহীন রেজা টিটু, নবীনগর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগরে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে জনসমুদ্রে রূপ নেওয়া জনসভায় উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারীর সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু,পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আশরাফ হোসেন রুবেল, আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আপেল মাহমুদ, তৌহিদুল হক তপু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল আজও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।

সভা থেকে বক্তারা সম্প্রতি নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মকুলের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে সকাল ১১ ঘটিকায় উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী কাউসারের নেতৃত্বে আসাদুজ্জামান দুলালের সভাপতিত্বে অপর একটি আনন্দ রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ