
কৌশিক চৌধুরী, হিলি: দেশের বাজারে ডিমের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানির প্রস্তত নিচ্ছে ব্যবসায়ীরা।
আমদানিকারকরা বলেন, দেশের বাজারে ডিমের দর বেড়ে চলছে। তাই ভারত থেকে ডিমের আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজারের ডিম ব্যবসায়ীরা বলেন, ভারত ধেকে হিলি স্থলবন্দর দিয়ে ডিম আমদানি হলে বাজারে ডিমের দাম করে আসবে বলে মনে করেন।
হিলি বাজারের পাইকারি ডিম ব্যবসায়ীরা কাউছার আহম্মেদ মানিক বলেন, দাম বাড়ায় ও দেশের বাজারে চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ কম থাকায় বাজারে ডিমের দাম বাড়ছে। আমাদের বিভিন্ন এলাকা থেকে ডিম কিনে আনতে হয়। কয়েক দিন আগে লাল ডিম প্রতি পিস ৯ থেকে ১০ টাকায় বিক্রি করেছি। বর্তমানে আমাদের বিভিন্ন খামারে ডিম বেশি দামে কিনতে হচ্ছে। এখন প্রতিপিস ডিম পড়ছে প্রায় ১৩ টাকা। এদিকে দাম বাড়ায় বেচা-কেনা কমে গেছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে হিলি স্থলবন্দর ব্যবসায়ীরা ভারত থেকে ডিম আমদানির প্রস্তুতি নিচ্ছে। ভারত থেকে ডিম আমদানি শুরু হলে খোলা বাজারে ডিমের দাম করে আসবে। আমরা কমদামে ডিম ক্রয় করে কমদামে বেচতে পারবো। ডিমের দাম কমে আসলে বেচা-কেনা ভালো হবে।
হিলি স্থলবন্দর আমদানিকারক নুরুল ইসলাম বলেন, দেশে বাজারে ডিমের দাম হু হু করে বাড়ছে। কোনোভাবেই যেন কমছে না ডিমের দাম। এদিকে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে ডিম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছি। ইতিমধ্যে ভারত থেকে ৩০ লাখ পিস ডিমের এলসি করা হচ্ছে। এসব ডিম ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হলে উত্তর অঞ্চলে ডিমের দাম অনেক টায় কমে আসবে বলে মনে করি।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, দেশের বাজারে প্রতিটা নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিমের দাম যেন বেড়েই চলেছে। যা লাগাম ছাড়া । আগের তুলনায় চেয়ে দাম ডাবল বেড়েছে। বর্তমান বাজার নিয়ন্ত্রণ অনতে হিলি স্থলবন্দরের আমদারিকারকরা ভারত থেকে ডিম আমদানির প্রস্ততি নিতে শুরু করেছে।
বন্দরের আলিফ ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ লাখ পিস ডিম আমদানির অনুমতি পেয়েছে যা চলতি সপ্তাহে এই বন্দর দিয়ে আমদানি হবার কথা রয়েছে।