বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে:হুইপ স্বপন

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:জাতীয় সংসদের হুইপ,কেন্দ্রীয় আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি তার বক্তব্যে বলেন,আমাদের সফল রাষ্ট্র নায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানময়ী প্রধানমন্ত্রী ও আ”লীগ সভানেত্রী শেখ হাসিনার অবদানে এক সময়ের অবহেলিত আমাদের বাংলাদেশ  আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এ সাফল্য  শেখ হাসিনার,এ সাফল্য আ”লীগের তৃণমূল নেতা-কর্মীদের।  উন্নয়নের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আ”লীগের নেতাকর্মীদের সর্বদাই ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হুইপ স্বপন।

সোমবার(০৪ এপ্রিল) আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ” লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে হুইপ স্বপন তার বক্তব্যে তিনি আরও বলেন, আ” লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আ”লীগের ঐক্যই হচ্ছে আ” লীগের মূল শক্তি।

তিনি আরও বলেন, আ” লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না। তৃণমূলের ঐক্যের কারণে শেখ হাসিনা অতীতে অনেক বিপদ অতিক্রম করেছেন, তেমনি তার সুদক্ষ নেতৃত্ব আজ বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে মুক্ত করে একটি উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আ”লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,আক্কেলপুর পৌরসভার মেয়র মো. শহীদুল আলম চৌধুরীসহ উপজেলা আ”লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *