বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রশাসনের উদ্যোগে কালকিনিতে চালু হলো চাষীর বাজার

রকিবুজ্জামান, মাদারীপুর: মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছাতে মাদারীপুরের কালকিনিতে চালু হলো এক ব্যতিক্রমী বাজার। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য পেতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালকিনি পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এ বাজারের নাম দেয়া হয়েছে ‘চাষীর বাজার’।

শনিবার (সকালে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ বাজারের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।

এসময় বাজারে আসা কৃষকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে একটি করে ছাতা প্রদান করা হয়।

কালকিনি উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্বোধনী দিনে এ বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ইজিবাইক চালক সাকিব বলেন, ‘বর্তমান বাজারে নিত্যপণ্যের যে দাম, তাতে আমাদের মতো নিম্ম আয়ের মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। দৈনিক যা আয় হয় তা দিয়ে কোনমতে সংসার চালাই।এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগেকে আমরা স্বাগত জানাই।এখন এ বাজার হতে আমরা অন্তত স্বল্পমূল্যে সবজিটা কিনে খেতে পারবো।’

এ বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক কাশেম সরদার বলেন, ‘আমরা কষ্টকরে সবজি চাষ করি,কিন্তু ভাল দাম পাইনা। আড়ৎদার,পাইকার, দোকানদাররা আমাদের থেকে কম দামে সবজি কিনে আর সাধারণ ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে। এখন এই বাজার হওয়াতে আমরা কৃষকরা কিছুটা হলেও দাম বেশি পাব আশা করি। তাই আমরা এই বাজার বসানোতে ভীষণ খুশি।’

উদ্বোধনকালে ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘ভোক্তা পর্যায়ে শাক সবজির দাম কমানো এবং তাজা সবজি সরবরাহের লক্ষ্যে এ চাষীর বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। এতে করে কৃষকরাও লাভবান হবেন এবং ক্রেতারাও কম দামে সবজি কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত এ বাজার চলবে।’

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস সহ কালকিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *