বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রশ্নফাঁস ঠেকাতে দেড়মাস সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে

নিরেন দাস, জয়পুুরহাট জেলা প্রতিনিধি : আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশের আট শিক্ষা বোর্ডে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে সারাদেশের ন্যায় জয়পুুরহাটেও আজ থেকে দেড়মাস দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী, গত সোমবার (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে। যা কার্যকর করতে সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলা প্রশাসনের মাইকিং সরকারি নির্দেশনা জানানো হয়।

গত ৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এদিকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ কোচিং সেন্টারটি সিলগালা করা হতে পারে বলেও সরকারি নির্দেশনায় জানানো হয়।

জয়পুুরহাট জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। গত বছর (২০২২ সাল) পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

অন্যদিকে বন্যার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হবে। যে চার বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, সেসব পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে নতুন সময়সূচিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

সরকারি নির্দেশনায় শুধু কোচিং সেন্টারই বন্ধ থাকবে না পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে কম্পিউটার কম্পোজ,ফটোস্ট্যাট, লাইব্রেরী,আগ্নেয় অস্ত্র বহন,ভারী যান চলাচল,পরীক্ষার সেন্টারের পার্শ্বে কোন প্রকার বাদ্যযন্ত্র ও যানজট নিরসন মুক্তসহ আরো বিভিন্ন সরকারি নির্দেশনা উল্লেখ করে স্থানীয় প্রশাসনের পক্ষথেকে মাইকিং করে জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *