সোমবার, ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রেস সচিবকে নিয়ে অপপ্রচার শনাক্ত

যায়যায়কাল প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, কালের কণ্ঠ-এর একটি ফটোকার্ডে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি।’

বাংলাফ্যাক্ট-এর অনুসন্ধানে দেখা গেছে, প্রেস সচিব শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নামে ভুয়া বক্তব্য বা মন্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট-চেক ও মিডিয়া গবেষণা টিম বাংলাফ্যাক্ট জানিয়েছে, দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *