
কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. তৌহিদুল আলমের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তিন দিনের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ তৌহিদুল আলম দুই বছর ধরে তাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছেন।
তিনি কলেজকে শোষণ করেছেন, শিক্ষার্থীদের জোর করে ছাত্রলীগে যোগ দিতে বাধ্য করেছেন এবং গরীব শিক্ষার্থীদের হয়রানি করেছেন।
ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছেন এবং সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, অধ্যক্ষ তৌহিদুল আলম সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কখনো কাউকে ছাত্রলীগে যোগ দিতে বলেননি এবং একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।