কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় জনতার হাতে তিনটি গরু সহ রহিম (৩২) এবং রহমতুল্লাহ (৩৩) নামে দুই চোরকে ধৃত করেছে স্থানীয় জনতা।
সোমবার ভোরে দাঁতমারা ইউপির ৪ নং ওয়ার্ড এই ঘটনায় ঘটে।
রহিমের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়,রহমতুল্লাহ ৪ নং ওয়ার্ড ছোট বেতুয়া এলাকার হানজালার ছেলে বলে জানা যায়,
সূত্র জানা যায়, ৪ নং ওয়ার্ড ছোট বেতুয়ার আবুল কালামের তিনটি গরু নিয়ে চোর চক্র পালিয়ে যাচ্ছিল। স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে ভূজপুর থানা এলাকা থেকে গাড়িটি আটক করে। সঙ্গে থাকা দুইজন পালিয়ে গেলেও রহিম নামে ড্রাইভারকে জনতা ধরতে সক্ষম হয়। তার দেওয়ায় তথ্যের ভিত্তিতে স্থানীয় রহমতুল্লাহকে ধৃত করে জনতা।
ভূজপুর থানাধীন দাঁতমারা তদন্ত কেন্দ্রের আইসি নাজির হোসাইন বলেছেন, আমাকে ভোরে জানিয়েছে। আমি থানায় হস্তান্তর করতে বলেছি। আমি কাজে গতকাল থেকে থানার বাহিরে আছি। পরে কী হয়েছে বিষয়টি নিশ্চিত নই।