কামরুল হাসান, ফটিকছড়ি: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা জহুরুল হক অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হোসাইন মোহাম্মদ এমরান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল আজিজ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও এর আগে, জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যুবক ও যুব মহিলাদেরকে দেশের স্বার্থ রক্ষা, দেশ সেবা, মানব কল্যাণ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ‘শপথ পাঠ’ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী।