কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা নাদের খাঁ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাদের খাঁ লেলাং ইউনিয়নের গোপালঘাটা ৮ নম্বর ওয়ার্ডের (এমপি বাড়ি) মৃত মনিরুজ্জামানের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একটি হত্যা মামলার রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ।
জানা যায়, ৪ আগস্ট নাজিরহাট ঝংকার মোড় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপর বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গ্রেফতার আসামির উপস্থিত নির্দেশে দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে নিরীহ ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে উপর্যুপুরি গুলি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং মিছিলে ধাওয়া করে ছত্রভঙ্গ করে। পরে ঘটনাস্থলের আশপাশে থাকা সাধারণ ছাত্রদের উপর আক্রমণ চালায়। এ ঘটনায় উপজেলার আওয়ামী লীগের ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে ৪ অক্টোবর মামলা করেন ফটিকছড়ি পৌর এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরীকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।