বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার পূর্ব-আজিমনগর এলাকায় নির্মাণাধীন দোতলা ভবন থেকে নিচে পড়ে মো. সেকান্দর (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজভান্ডার-দরবার শরীফ সড়কের পাশের একটি দোতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সেকান্দর নানপুর ইউপির ১ নং ওয়ার্ডের শিল্পপাড়া এলাকার বাসিন্দা মোহররম আলীর সন্তান, একজন নির্মাণ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী জানান, তিনি দীর্ঘদিন ধরে এখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ওই স্থানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধনতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক (ইএমও) সঞ্জয় দে বলেন, ‘বিকেলের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত হওয়ায় পরে তাকে তাঁর পরিবারের লোকজন নিয়ে যান।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়টি আমাকে এখনো কেউ জানান নি। খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ