নোমান বিন খুরশীদ, ফটিকছড়ি(চট্টগ্রাম) : গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক বনায়ন প্রকল্পের অধীনে ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আর্তমানবতায় শিক্ষা, শান্তি ও সেবায় নিয়োজিত স্থানীয় সংগঠন আলহাজ্ব জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং স্বোচ্ছাসেবী, মানবিক, পরিবেশ ও গবেষণাধর্মী সংগঠন ‘ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশ’ এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার অনুষ্ঠিত আয়োজনে প্রথমে উত্তর ফটিকছড়ির মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপনের মাধ্যমে প্রকল্পের প্রথম উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে একইদিন দ্বিতীয় উপ-প্রকল্প নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায়ও কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় শিক্ষা প্রতিষ্ঠান দুইটিতে গাছের চারা বিতরণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের জন্য দুটি পরিবেশভিত্তিক বই প্রদানও করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের সমন্বয়ক মাস্টার আব্দুল মজিদ, মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ খাঁন, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ও ম ফারুক হোসাইন, পরিচালনা পর্ষদের সদস্য তৌহিদুল আলম মুন্সী, ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশের সমন্বয়ক নোমান বিন খুরশীদ, নাবিল হাসান, স্থানীয় সংগঠন জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যাণ সংগঠনের সভাপতি তারেক উদ্দীনসহ প্রমুখ।
আয়োজকরা বলেন, যার যার স্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিৎ। পরিবেশের সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছের যত্ন, পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তারা নিজ বাড়িতেও গাছ লাগাতে উৎসাহী হবে।
সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ও পরিবেশ রক্ষার জন্য ‘বনায়ন’ প্রকল্পের অধীনে ভবিষ্যতেও বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।