কামরুল হাসান, ফটিকছড়ি: ফটিকছড়িতে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া এবং প্রশাসনের সহায়তায় তাদের অরাজকতা চলতে থাকার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির উত্তর জেলা যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর।
মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সরওয়ার আলমগীর বলেন, “প্রশাসনের পশ্রয়ে ফটিকছড়িতে সন্ত্রাসীরা যেভাবে অস্ত্রসহকারে প্রকাশ্যে মহড়া দিচ্ছে, তা ৯০-এর দশকের পরবর্তী সময়ে আওয়ামী লীগের ৫ এবং ৭ স্টারের মতো মহড়ার মতোই ভয়াবহ। প্রশাসন তাদের দিকে চোখ ফিরিয়ে রেখেছে এবং সন্ত্রাসীরা কোনো ধরনের ভয় ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, বর্তমানে বিএনপির অনেক নেতা যারা এক সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন, তারা সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন চুক্তি করছেন। এর মধ্যে উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা সন্ত্রাসীদেরকে মদদ দিয়ে তাদের অবৈধ কাজকর্মে সহযোগিতা করছেন। সরওয়ার আলমগীর আরও বলেন, “বালু, মাটি উত্তোলন ইত্যাদি কাজে সন্ত্রাসীদের ভাগ দিতে সরকারী কর্মকর্তাদের সঙ্গে চুক্তি চলছে। স্থানীয় নেতাদের সাথে এমন চুক্তি করা হচ্ছে, যা নৈতিক ও আইনগতভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
সরওয়ার আলমগীর বলেন, যাদের নেতৃত্ব ৪ ঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয়তাবাদী দলের উপর ঝাপিয়ে পড়েছিল
তাদের একজনকে এখনও পর্যন্ত ফটিকছড়ি ও ভূজপুর থানা গ্রেফতার করতে পারেনাই। তারা উপজেলা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ায়, তাদেরকে প্রশাসন দেখেনা,তারা নিরহী লোক ধরে এনে হাট বসায় কয়েকলক্ষ টাকার বিনিময়ে জামিন করায়, এই রকম তথ্য আমাদের কাছে আছে। যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অনেকে ও চেয়ারম্যান করতেছে।
তিনি আরো বলেন,আমি আজকে দুই থানার ওসি এবং উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাবো আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাদের অতিদ্রুত গ্রেফতার করুন।
তিনি আরো বলেন, “আমরা প্রশাসনকে বলছি, যারা আলু-বালু, বাগানবাজারে দুলায়েত হত্যা, দাঁতমারায় শহীদ ও তাবাসসুম হত্যায় জড়িত, তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক। এসব অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর যদি প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়, তবে আমরা সকল তথ্য গণমাধ্যমসহ বিভিন্ন ফোরামে প্রকাশ করব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আবু কালাম, নাজিম উদ্দিন শাহীন, মহিউদ্দিন আজম তালুকদার, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাহান মাস্টার, নূর আলম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা বজল, নাছির উদ্দিন, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, সফিউল আলম, মোঃ এনাম, আবু আজম তালুকদার, খালেদ মাহমুদ বাবুল, আবুল খায়ের, আবুল বাশার, জয়নাল মেম্বার, আবুল হোসেন আবু, মাস্টার আবু বসর, আহম্মদ সাফা, আবু কালাম চৌধুরী, ড়া: নাজিম, আহম্মদ সাফা চৌধুরী, নূরুল হুদা, আলোউদ্দিন, নূরু জামান মেম্বার, জাহেদ মেম্বার, নাছির, এমদাদ, সেলিম প্রমুখ।