
কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ে সুপারির গর্তে নেমে অক্সিজেন সংকটে শফি এবং শহিদুল নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শফি, তৌহিদ এবং অজ্ঞাত পুরষ ও মহিলাসহ চারজন অসুস্থ হয়ে পড়েছে।
শুক্রবার সকালে ৬ নং ওয়ার্ড পশ্চিম হাইদচকিয়ার হাজি গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুপারির পঁচা ও গলানোর গর্তে বস্তার মুখ খুলতে গিয়ে গ্যাসের গন্ধে প্রথমে দুইজন, পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরো তিনজন অসুস্থ হয়। ট্যাংকের উপরে আরো একজন অসুস্থ হয়। ফায়ার কর্মীদের সহযোগিতায় তাদের হাসপাতালে প্রেরণ করি। এতে শফি এবং শহিদুল নামে টুনু সওদাগরের দুই পুত্রের মৃত্যু হয়।
ফটিকছড়ি ফায়ার কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আমাদের পৌঁছানোর পূর্বে এক মহিলাসহ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো জানান, ৭-৮ ফুট নিচে এই গর্তে সুপারির গন্ধে মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে এই ঘটনা ঘটে।