
কামরুল হাসান, ভুজপুর (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে শ্বশুরবাড়ির যৌতুক ও পরকীয়ার বলি হয়ে শারিমন আকতার(২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল গ্রামের দুবাই প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী। সমিতিরহাট ইউনিয়নের তালুকদার বাড়ির মৃত সোলেমান এর মেয়ে।
শুক্রবার ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী নাছিরের শারিরীক নির্যাতন ও মারধরের কারণে শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়ে গৃহবধূ শারমিন। এরপরও বিনা চিকিৎসায় ৩ দিন যাবৎ বাথরুমে আটক রাখে স্বামীর পরিবার। খবর পেয়ে গত ২৭ জুন গৃহবধূর বাপের বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নিহতর বড় বোন বাদী হয়ে ভুজপুর থানায় যৌতুক ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন বলে জানায় পরিবার।
লাশ ময়নাতদন্ত শেষে শনিবার বাদ মাগরিব গৃহবধুর বাপের বাড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ওখড়া গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।
ভুজপুর থানার এসআই রাজু আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শারমিনের বড় বোন যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেছেন।