
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সাজ্জাদ হোসেন উপর সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতায়ালী থানায় মামলা করা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে জানা যায়।
জানাযায়, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ ফরিদপুর একটি প্রোগ্রামে আসলে, হামলাকারী আসামী মোঃ জিল্লুর রহমান রাসেল ফ্রেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এবং সেই স্ট্যাটাস এর প্রতিবাদ করেলে সাজ্জাদ হোসন কে গত ৭ জানুয়ারি সন্ধায় আসামী জিল্লুর রহমান রাসেল সহ ৪ থেকে ৫ জন লোক চাপাতি, রামদা, হকিস্টিক নিয়ে পূর্বে পরিকল্পি অনুযায়ী আতঙ্কিত ভাবে হামলা চালায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন সাজ্জাদ হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ১২ জানুয়ারি মামলা করা হয় যার নং২২, তবে এখন পর্যন্ত আসামী রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। পুলিশ সূত্রে জানাযায় তারা আসামীকে ধরার চেষ্টা করছে,তবে তাদের হাতে আরো জটিল মামলা হাতে থাকায় একটু সময় লাগছে। তবে বাদী জানায় এরা নানা ভাবে ইচ্ছা করে এমন করছে। আসামী ফরিদপুর কৃষকলীগের বড় নেতা সহ সাংবাদিক পরিচয়দানকারী।
মামলা বাদী সাজ্জাদ হোসেন জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই আমার সহ আমার পরিবারের উপর আওয়ামী লীগের দোসুররা বিভিন্ন চাপ সৃষ্টি করছে।বিভিন্ন ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিছু দিন আগে আমার ঘরের মধ্যে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করলে আমি তাৎক্ষণিক ভাবে পুলিশকে জানাই। আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। আমাকে সহ আমার পরিবারকে নিয়ে নানা ভাবে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। অথচ পুলিশ সব কিছু জানার পরেও নিশ্চুপ অবস্থায় রয়েছে।