
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
শনিবার এ উপলক্ষে এক বিরাট র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টিয়ারপাড়া গ্রামের শামসুল আলমের নেতৃত্বে এক বিরাট মিছিলসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মিছিল এসে সভাস্থলে উপস্থিত হয়। বেলা ৫ টায় পৌর মুক্তমঞ্চ থেকে এক বিশাল র্যালি উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌর মুক্তমঞ্চে এসে সমবেত হয়ে আলোচনা সভা শুরু করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম বকুল। প্রধান বক্তা ছিলেন মো: জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ছিলেন মো. জিল্লুর রহমান, আব্দুদ দাইয়ান মঞ্জু, আব্দুল হান্নান, আশরাফুল ইসলাম, শাহ আলম, মাসুদসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়াদ্দার। সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন মাস্টার ও এনামুল হক।