শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরিদপুরে রাসেল’স ভাইপার আতঙ্ক, আ’লীগের গামবুট বিতরণ

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট জুতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট জুতা বিতরণ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, রাসেল’স ভাইপার নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। সৃষ্টিকর্তা মানুষকে বিপদ দান করেন তিনিই আবার সমাধান করেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগ যেকোনো দুর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে থেকেছেন এবং থাকবে। এই অঞ্চলের কৃষকদের নানা জটিলতার মধ্যে থাকতে হচ্ছে সেটা বিবেচনা করেই আমাদের এই সামান্য চেষ্টা। আশারাখি আপনাদের উপকারে আসবে।

জানা যায়, চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে দেখা মিলেছে বিষধর রাসেল’স ভাইপার সাপ। সম্প্রতি চরাঞ্চলসহ উপজেলা সদরের বিভিন্ন গ্রামে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে ভীতির সঞ্চার হয়। গত কয়েক সপ্তাহে এই উপজেলায় মানুষের হাতে মারা পড়েছে রাসেলস ভাইপারসহ বিভিন্ন প্রজাতির সাপ। এছাড়া গত কয়েক বছরে এই উপজেলায় সাপের কামড়ে বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সভাপতিত্বে ও ৩নং নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ ও জেলা আওয়ামী লীগের উদ্যেগে উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ, সহ সভাপতি আব্দুর রহমান ফকির,উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ঈমান আলী মোল্লা সহ স্থাননীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ