
মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: ফরিদপুর জেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধে অর্থাৎ নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।
খোঁজ নিয়ে জানা যায়, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান সুনামের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে ফরিদপুরে তিনি তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে প্রাতিষ্ঠানিকভাবে বেশ সুনাম কুড়িয়েছেন। কর্তৃপক্ষ তাঁকে ভালো কাজের স্বীকৃতিও দিয়েছে। মো. বজলুর রশীদ খান অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অন্যায়ের সঙ্গে আপস না করার কারণে স্বার্থান্বেষী একটি মহলের কাছে তিনি বিরাগভাজন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করা চেষ্টা করে আসছে। তাঁর ভাবমূর্তি নষ্ট করার অনেক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা যায়, একাধিক বার তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ কর্তৃপক্ষের বরাবর পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। সেসব মিথ্যা অভিযোগের তদন্ত প্রতিবেদনে তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। সর্বোচ্চ পর্যায় থেকে মিথ্যা অভিযোগের অব্যাহতি পাওয়া স্বত্বেও পুনরায় একইভাবে বানোয়াট অভিযোগ দিয়ে মো. বজলুর রশীদ খানকে মানুষিকভাবে নির্যাতন করা হয়েছে।
সচেতন মহল মনে করছেন, ফরিদপুরে এই ধরনের একজন দায়িত্বশীল কর্মকর্তার প্রতি এমন ন্যাক্কারজনক আচরণ খুবই দু:খজনক। ষড়যন্ত্রকারীদের প্রতি প্রশাসনিক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন তারা।