শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুর ছাত্রদলকে হুঁশিয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ানের

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিকে হুঁশিয়ারি জানিয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন। আজ শুক্রবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল বহর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুকসু ভবনে এসে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান বলেন, গতকাল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি ছাত্রদল তাদের কর্মী সম্মেলন করেছে যা শুধুমাত্র একটি ভূয়া সংগঠন। যে সংগঠন কখনো সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে অছাত্রদের ব্যবহারের করে আমাদের শহরে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতিকে ব্যাহত করছে। ফরিদপুর জেলা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ের পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির বিপক্ষে শক্ত অবস্থান তৈরী করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলাম রাব্বি,জাহিদুল ইসলাম মীম, জাকারিয়া ইসলাম রানা, শাকিল খান, রাইসুল ইসলাম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, শেখ তামীম আফনান,দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, সমাজসেবা সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদ সোহান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *