মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরিদপুর পলিথিন বর্জ্য থেকে তেল উৎপাদন প্লান্টের উদ্বোধন

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুরে সিঙ্গেল ইউজড পলিথিন বর্জ্য থেকে রিসাইকেলিংয়ের মাধ্যমে তেল উৎপাদন কার্যক্রম (পাইরোলাইসিস প্লান্ট) এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে প্র্যাক্টিক্যাল অ্যাকশনের সহযোগিতায় ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

শহরতলীর আদমপুরে অবস্থিত পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ডেনমার্কের অর্থায়নে দেশে প্রথমবারের মতো পাইরোলাইসিস প্লান্টের কার্যক্রম শুরু হয়েছে। যার মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল উৎপাদন করা হবে।

এই প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড মি. আলী মুলাক বাট। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. জিয়াউল হক, ইউএনআইডিও এর প্রতিনিধি ড. জাকিউজ্জামান, ডাবিøউএসইউপি এর কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী উত্তম কুমার সাহা এবং প্রাক্টিক্যাল অ্যাকশনের এশিয়া রিজিওনাল পরিচালক ড. অয়ন এ ব্যাণার্জি।

সেমিনারে বক্তারা জানান, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যরে টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অধিকাংশ একবার ব্যবহৃত প্লাস্টিক ও নরম প্লাস্টিক পরিবেশ, নদী-নালায়, সড়কের পাশে গিয়ে জমা হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরুপ। এ পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই বর্জ্য সঠিকভাবে কর্মীদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সেজন্য বর্জ্য সংগ্রহকারী কর্মীদের মূল্যায়নেরও আহবান জানান তারা। এছাড়া এসব বর্জ্য বাসা বাড়িতে আলাদা স্থানে রাখা এবং প্লাস্টিক পণ্য কম ব্যবহারের জন্য শহরবাসীদের আহবান জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ