শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ

মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা ছাত্রশিবির। শুক্রবার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রেীয় মসজিদ পাচুড় মোড় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির জেলা আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি জেনারেল হাসিবুল আলম লিটন ও মামুনুর রশীদ মামুন।

কেন্দ্রীয় মসজিদ হতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ হয়ে পাচুড় মোড় এসে এক প্রতিবাদ সমাবেশে জামায়াতের বক্তারা বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।

বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। এই গণহত্যা মানব ইতিহাসের সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ ফজলুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, শহর আমির আনোয়ার হোসেন, শহর নায়েব আমিনর আব্দুর রহিম, আসলাম হোসেন ও জেলা ছাত্র শিবিরের সভাপতি জুয়েল হোসেন, তারেক হোসেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *