রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চপল কুমার রায়, উপজেলা মৎস অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।