শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Oplus_131072

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ,এম সোলায়মান শহিদ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, আতিকুর রহমান প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও অন্যান্য সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের যথাযথ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় উপজেলা হেলিপ্যাড মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। পবিত্র মাহে মরজানের পবিত্রতা রক্ষায় এ বছর ডিসপ্লে হবে না। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বাদ যোহর বা সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজনের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা নিগ্যাল এইড কমিটি সহ বেশ কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *