
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, আইসিটি কর্মকর্তা রুবেল মিয়া, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, ক্রিয়া প্রকল্পের ফ্যাসিলিটেটর সুলতানা বাহার প্রমুখ।
সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।