বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে প্রশিকার আইনগত সহায়তা কর্মসূচির মতবিনিময়

Oplus_131072

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) : গাইবান্ধার ফুলছড়িতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বিনা খরচে নিন আইনি সহায়তা, বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’- এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় প্রশিকার আইনি সহায়তা কর্মসূচির আওতায় মঙ্গলবার বিকালে উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা।

প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন এর সভাপতিত্বে কালিরবাজার শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমান।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন প্রশিকা আইনি সহায়তা কর্মসূচি পরিচালক অ্যাডভোকেট আনিছুর রহমান কাজল ও সহযোগী আলোচক উক্ত কর্মসূচির সমন্বয়ক শাহানাজ পারভীন।

আরও বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কালিরবাজার শাখার আনোয়ার হোসেন, শাহীন মিয়া, ইমরান হোসেন, রাবেয়া খাতুন, রাজু মিয়া ও আইনুল হক প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি খরচে ও সহজে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে মানুষকে অবহিত করার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র বাংলাদেশে এ কার্যক্রমটি পরিচালনা করে আসছে ।

সভায় উপস্থিত লোকজন বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না। এখন জানলাম এবং অন্যদেরও জানাব। অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই আমরা এই সুবিধাটা গ্রহণ করব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ