সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফুলেল শুভেচ্ছা গোলাম ফারুক পিংকুকে বরণ করলেন নেতা-কর্মীরা 

লক্ষ্মীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর০৩ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি।

মঙ্গলবার ২৮ নভেম্বর  তিনি ঢাকা থেকে মনোনয়ন নিয়ে চন্দ্রগঞ্জ বাজারে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া, সহ সহযোগী

সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

চন্দ্রগঞ্জে  সংক্ষিপ্ত আলোচনা সভায় মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু  তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। 

এরপর বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও বিপুল সংখ্যক নেতা-কর্মীরা  লক্ষ্মীপুরের মাদাম জিরো পয়েন্ট সংলগ্ন গোলাম ফারুক পিংকুর বাস ভবনে তাকে স্বাগত জানান। 

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা গোলাম ফারুক পিংকুকে  ফুলেল শুভেচছায় শিক্ত করেন।

সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আঃ ওহাব,  পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এড জহির উদ্দিন বাবরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত আলোচনা সভায় মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এমপি বলেন, কেবল মনোনয়ন পেলে হবেনা, নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, এজন্য সবাইকে নিরলস কাজ করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *