
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার ৭ উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শনিবার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তাগণ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তাদের দাবি সমূহ বাস্তবায়নের আহ্বান জানান। যথাসময়ে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি দেন।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন শুরু করা হয়।
এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে গাইবান্ধা জেলার সাত উপজেলার কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, কেয়ারটেকার গণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষক ফেডারেশনের গাইবান্ধা জেলা কমিটির মাওলানা মোঃ সাইদুর রহমান, মউশিক গাইবান্ধার সাংগাঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, রহমানিয়া নুরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহ আলম সরকার, মউশিক সাঘাটার সাধারণ সম্পাদক মাওলানা মুসাফিকুর রহমান, হাফেজ মোঃ আব্দুল হাই, সুন্দরগঞ্জের মোঃ ফজলুর রহমান, আনোয়ারুল ইসলাম, মোঃ হোসেন আলী প্রমুখ।
বক্তাগণ ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করার দাবি জানান। তাদের দাবি সমূহ নিম্নরূপ- প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ০৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভূক্ত করতে হবে। ৭ম পর্যায়ের বিদ্যমান জনবলকে ৮ম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয় ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভূক্ত করে বেতন-ভাতা প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন-ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে বিভিন্ন দাবি সমুহ সংবলিত একটি স্মারকলিপি গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়েছে।











