
সামিউল আলীম, বগুড়া: বগুড়ায় ছুরিকাঘাতে অটোচালক খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফছার আলী (৫০) একই গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আফছার আলী বাসা থেকে খরনা বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথেমধ্যে একই গ্রামের আবু খায়ের এর ছেলে রেজাউল পথরোধ করে পেটে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা আফছার কে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা মাদকাসক্ত রেজাউলকে ধরে মারপিট করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রেজাউলকে আটক করে হসপিটালে ভর্তি করানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে।