
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিশ্ব ফাতেহা শরীফ (উরসে খাছ) উদযাপন উপলক্ষে জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত।
দেশব্যাপী জাকের পার্টির বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন এর ধারাবাহিকতায় বগুড়া জেলার শেরপুর উপজেলায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাকের পার্টির শেরপুর উপজেলার সভাপতি আবুল বারী মিঠু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা ফয়সাল বিন শফিক সনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে কাউকে বিরত রেখে ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে নিয়ে ঐক্যের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে সুজলা শ্যামলে ভরা সোনার বাংলা আমরা জাকের পার্টির চেয়ারম্যানকে উপহার দিতে চাই।
এছাড়াও অনুষ্ঠানে শেরপুর উপজেলা জাকের পার্টির নেতা কর্মীসহ ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্থানীয়রা।











