বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রড ব্যবসায়ী খুন

সামিউল আলীম, বগুড়া: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রানা মিয়া (৪৬) নামে এক রড ব্যবসায়ী খুন হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রানা মিয়া বগুড়া সদরের জয়পুরপাড়া পশ্চিমপাড়া এলাকার আজিজার রহমানের পুত্র।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, স্ত্রীকে নিয়ে বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রানা মিয়া। এবং এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তার স্ত্রী রুজি ।

নিহতের ভাতিজা সাংবাদিকদের আরো জানান, ২ দিন আগে নিহত রানা মিয়া একটি রিকশায় করে ফেরার পথে রিকশাওয়ালার সাথে বাকবিতণ্ডা বাঁধলে সেসময় স্থানীয় ইনসানসহ ২-৩ যুবক এগিয়ে এসে হঠাৎ রানা মিয়ার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে। পরেরদিন রিকশাওয়ালা তার পরিচিত লোকজন নিয়ে এসে স্থানীয় ঐ যুবকদের মারধর করলে তারা রানা মিয়ার কাছ থেকে চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।

রানা মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সাথে ঝগড়া হয় তাদের। এরই জের ধরে আজ বুধবার রাত ১২টার দিকে বোনের বাড়ি থেকে ফেরার পথে রানা মিয়া ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, মামলা চলমান আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ