সামিউল আলীম, বগুড়া: বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ একই এলাকার মৃত তারা মিয়ার ছেলে। সে শহরের একটি ছাপাখানার শ্রমিক ছিলো।
স্থানীয়রা জানান, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রিয়াদকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে রিয়াদ নামে যুবক নিহত হয়েছে। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা।