বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় হাসিনা-কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

হাফছা খাতুন, নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলনে বলি রিকশাচালক নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে আরেকটি নতুন হত্যা মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও একই মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত কমর উদ্দিনের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মঙ্গলবার মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়।

নিহত কমর উদ্দিনের বাড়ি বগুড়া শহরতলীর আকাশতারা এলাকায়। মামলার আসামিদের মধ্যে ৪জন সাবেক সংসদ সদস্য, ১জন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ মামলায় আরও করা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও পুলিশের সাবেক এসপি হাবিবর রহমান, বগুড়া-৩ ( দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল্লাহ আল মেহেদী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, এ কে এম আসাদুর রহমান ও সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান, জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি আল রাজি জুয়েল ও নাঈমুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরো, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, চেম্বারের সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ