
আব্দুল মোমিন, শেরপরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্মাণকৃত ড্রেন ধ্বসে হুমকির মুখে পড়েছে জালাল উদ্দিন কমপ্লেক্স।
গত সোমবার রাতে হুসাইন আল জাওয়াত থানায় অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে ২ বছর পূর্বে যথা যথ নিয়ম মেনে জালাল উদ্দিন কমপ্লেক্স নির্মাণ করে।
পরবর্তীতে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু ঐ এলাকার পানি নিষ্কাসনের জন্য ব্যাক্তমালিকানা জালাল উদ্দিন কমপ্লেক্স এর জায়গার উপর দিয়ে ড্রেন নির্মান করে। গত শনিবার জালাল উদ্দিন কমপ্লেক্স এর ক্ষতিসাধনের লক্ষে মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আব্দুল মান্নান ও আবু তাহের ড্রেনের কিছু অংশ ভেঙে ফেলে। যার ফলে দেখা দিয়েছে জালাল উদ্দিন কমপ্লেক্স এর দেয়াল ফাটল। কলমের নিচের বালু মাটি সরে গিয়ে কমপ্লেক্সটি হুমকির মুখে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,এলাকার সরকাির নির্ধারিত ড্রেনের জায়গা বাদ রেখে জালাল উদ্দিন কমপ্লেক্স এর মালিকানা জায়গায় ড্রেন নির্মান করে।
এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, ঐ ড্রেন দিয়ে মদনপুর গ্রামের প্রায় ৫০টি পরিবারের পানি নিষ্কাষণ হয়। অভিযুক্ত ব্যক্তিরা ড্রেন ভাঙার কথা স্বীকার করেছেন। তাদের আইনের আওতায় আনা হবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খুব দ্রুত সুময়ের মধ্যে ড্রেনটি সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা জানানা, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।