
আব্দুল মোমিন, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে মাদক সেবনের সময় হাতে নাতে ধরে বাপ্পী সরকার (২১) নামের এক মাদক সেবীকে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পৌরশহরের দক্ষিণসাহা পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
মাদকসেবীরা জনসম্মুখে মাদক সেবন করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিণ সাহাপাড়া এলাকায় জনসম্মুখে মাদক সেবন করছে। সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সেবনের সময় হাতে নাতে বাপ্পী সরকারকে আটক করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসে কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করে।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।