সামিউল আলীম, বগুড়া : বগুড়া জেলা কারাগারের জাফলং ২নং ফাঁসির সেল থেকে ছাঁদ ফুটো করে রশি বেয়ে বুধবার ভোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বগুড়া জেলা ডিবি পুলিশের চৌকস টিম সকাল ৭টার দিকে কারাগারের পাশেই চাষি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পলায়নকৃত আসামিরা হলেন, বগুড়ার কাহালু উপজেলা পৌর মেয়রের ছেলে মো. জাকারিয়া, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী এলাকার ফরিদ শেখ, কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু, নরসিংদীর আমির হোসেন। প্রত্যেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এ বিষয়ে জেলাপুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভোরে জেল পুলিশ কর্তৃক বিষয়টি আমাদের জানানো হয় এবং আমরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশের মাধ্যমে অভিযান চালিয়ে চারজন আসামিকেই সকালে কারাগারের আশেপাশে এলাকা থেকে গ্রেফতার করি, তাদের নামে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আবারো কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য চলতি মাসের এক তারিখে তাদের কনডেম সেলে রাখা হয় এবং তারা দিনে দিনে এই পরিকল্পনা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।