
মোহাম্মদ রাসেল মিয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করেই রাজনীতি করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য ও অভিন্ন। বঙ্গবন্ধু আপসহীন থেকে নিজের ওপর জুলুম সহ্য করে দেশ স্বাধীন করেছেন। সেই জাতির পিতাসহ তার পরিবারের সদস্যদের খুন করা হয়েছে। যেই অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল, সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তিনি গতকাল জাতির পিতার ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কসবা পৌর মুক্ত মঞ্চে যুবলীগ আয়োজিত দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কসবা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুস্তম খাঁ, কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন।