বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর দেওয়া সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

মোহাম্মদ মনিরুজ্জামান সাগর ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে সংবিধান পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ এপ্রিল) ব্রাহ্মাণবাড়িয়া আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক এমপি আরো বলেন, বঙ্গবন্ধু দেওয়া সংবিধানের অধীনে বাংলাদেশ চলে। এই সংবিধান নিয়ে বিএনপি, জাতীয় পার্টি স্বৈরাশাসনের সময় অনেক ফুটবল খেলেছে। এই ফুটবল খেলা বন্ধ করেছে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশে সংবিধানিক পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় মন্ত্রী আরো বলেন, এক সময় নির্বাচনের আগে তিন মাসের জন্য একটি কেয়ার টেকার সরকার গঠন করে তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হত। এই কেয়ার টেকার সরকারের বৈধতা নিয়ে যখন হাইকোর্টে মামলা হল, তখন হাইকোর্ট রায় দিল এই সরকারের কোন বৈধতা নেই, এই কেয়াট টেকার সরকার অবৈধ। এর পর সংসদে মাধ্যমে এই কেয়ার টেকার সরকারকে বাতিল করা হয়। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে সংবিধান উপহার দিয়েছিলেন আমাদের, সেই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোন নির্দলীয় সরকার বা কেয়ার টেকার সরকার থাকবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এমন ভাবেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে আইনের শাসন নেই বিএনপির এমন মন্তব্যে মন্ত্রী আরো বলেন, দেশে এখন আইনের শাসন আছে। নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না সৈয়দ আইনের শাসনের কথা বলে। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কাল রাতে বঙ্গবন্ধুসহ সপরিবারের সকলকে যখন নির্মূল ভাবে হত্যা করেছিল। তখন এই হত্যাকারীদের আইনের আওতায় না এনে জিয়ার রহমান বিদেশে মিশনগুলোতে তাদেরকে চাকরি দিয়েছিল। তখন তাদের আইনের শাসন কয় ছিল।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ