হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমির মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় জামায়াতের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল।
অন্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার কোষাধ্যক্ষ ডা. মুক্তালাল বিশ্বাস, জামায়াতের বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, জামায়াতের তালিমপুর ইউনিয়ন সভাপতি কাজী রুহুল আমিন, ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ, ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, পূজা উদযাপন পরিষদ বর্ণি ইউনিয়ন সভাপতি শৈলেশ চন্দ্র দাস, তালিমপুর ইউনিয়ন সভাপতি গীতেষ চন্দ্র দাস বিষু, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি ডা. সুকুমার দেবনাথ, দাসেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপন চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সদস্য সচিব উজ্জল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি নিবলু দত্ত, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি বিজয় দেব, সুজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি সন্দিপ দাস প্রমুখ।