হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মূহুর্মূহু স্লোগানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয়ের সম্মুখে জড়ো হতে থাকেন। পরে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে সহস্রাধিক নেতা-কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ের সম্মূখে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা সহসভাপতি সাইফুল ইসলাম খোকন, সহসভাপতি আব্দুল হাফিজ ললন, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুহাম্মদ মুজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদসহ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।