বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা সাজুর মতবিনিময়

হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

শুক্রবার রাত আটটায় বড়লেখা পৌরশহরের ইয়াম্মি প্যারাডাইজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিএনপির নেতা শরিফুল হক সাজু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত স্বার্থের জন্য কোনোদিন রাজনীতি করিনি। এলাকার উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতি করি। আমরা উপজেলা বিএনপির নেতৃবন্দদের নিয়ে দলকে আরও গোছাতে চাই। তাই আগামী দিনে বড়লেখাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এসময় সাংবাদিকরা শরীফুল হক সাজুর বিভিন্ন মানবিক কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং সাজু সেসব প্রশ্নের উত্তরও দেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ স্বপন,জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল আলম খোকন,উপজেলা কৃষক দলের সভাপতি হাজি সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব,তালিম পুর ইউনিয়ন বি এন পি নেতা কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম,সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জালাল আহমদ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন, সাংবাদিক হাসান শামীম, জালাল আহমদ, সুলতান আহমদ খলিল, তপন কুমার দাস, এ.জে লাভলু, মস্তফা উদ্দিন, হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ ও ফয়ছল মাহমুদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ