হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যবস্থাপনায় সংগঠনের কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী আকতার হোসেন চৌধুরী মাসুম এর অর্থায়নে বড়লেখা দারুল কোরআন মডেল মাদ্রাসায় সৌরবিদ্যুৎ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ মোহাইমিন।
এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক এম এম আতিকুর রহমান, হাফিজ মাওলানা মখলিছুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম,হাফিজ মাওলানা শিফাত উল্লাহ,সুমন আহমেদ ও সোসাইটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাকের আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র এহিয়া ইসলাম এবং হাফিজ মাওলানা মখলিছুর রহমানের মোনাজাত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।