
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে একটি তৈরি পোশাক কারখানায় প্রবেশের সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রথম দিকে বন বিভাগ বাধা দিয়ে সড়কটি কেটে বন্ধ করে দেন। তবে পরবর্তীতে কেটে দেয়া সড়ক ভরাট করে পাকা সড়ক নির্মাণ করলেও নিরব ভূমিকা পালন করেন বন বিভাগের কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিমের সাথে মোটা অংকের উৎকোচ বিনিময়ের মাধ্যমে দখল করা হয়েছে ওই বনাভূমি। শুধু সড়ক নয় ইকোটেক্স নামে ওই কারখানার ভেতরেও রয়েছে বনের বিপুল পরিমাণ জমি। যা উদ্ধারেও কোন তৎপরতা নেই কর্তৃপক্ষের।
তথ্য নিয়ে জানা যায়, গত রমজান মাসে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের খাড়াজোড়া এলাকায় বন বিভাগের ১০০ শতাংশ জমিতে ইকোটেক্স নামে তৈরি পোশাক কারখানায় প্রবেশের জন্য ৩০ ফিট প্রস্থ ও ২৭০ ফিট দৈর্ঘ্যের পাকা একটি সড়ক নির্মাণ করেন কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে রমজান মাসে সড়কটি ভেকু দিয়ে গর্ত করে কেটে দেয়া হয়। এ ঘটনার পর পর রোজার ঈদের দুদিন পর রাতের আধারে ফের ভরাট করা হয় সড়কটি। শুরু হয় পাকা করণের কাজ। খবর পেয়ে বন বিভাগ সেখানে বাধা দেন। তবে বাধার পর পুনরায় সেখানে নির্মাণ কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে বন বিভাগ সেখান থেকে নজর সরিয়ে নেন।
কারখানার একটি সূত্রে জানান, বন বিভাগের বাধার পর, সংশ্লিষ্ট বন কর্মকর্তা মনিরুল করিমসহ অন্যান্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে রাস্তা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান যায়যায় কালের প্রতিবেদককে বলেন, বলেন, আমি এই বিটে আসার আগে রাস্তা নির্মাণের চেষ্টা চলেছে। পরবর্তী সময়ে সেখানে কাজ চললে আমি বাধা দিয়েছি। আসামী ধরেছি। কিন্তু আমাদের বাধা উপেক্ষা করে তারা রাস্তা নির্মাণ করেছে। আমি রেঞ্জ কর্মকর্তাকে জানিয়েছি। তিনি যে ভাবে বলবেন আমি সেভাবেই ব্যবস্থা নেব।
কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম জানান, আমি বাধা দিয়েছি তবুও তারা কাজ করেছে। এখন আমি কি সেখানে গিয়ে ঝগড়া করব নাকি। এ বিষয় নিয়ে আমার কিছুই করার নেই।












