
মোহাম্মদ সেলিম উদ্দিন, চট্টগ্রাম: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর বন্দর রিপাবলিক ক্লাব ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি উহ্য রেখে নির্বাচন হয় যা পদাধিকারে বন্দর চেয়ারম্যান নির্ধারণ করেন। নির্বাচনে ৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মোঃ ফারুক হাসান চৌধুরী হেলিকপ্টার প্রতীকে ৬২৯ সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নির্বাচিত হয়েছেন সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম-চেয়ার, যুগ্ম সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম ভূইয়া-ডাব,কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান -মই,দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম-গোলাপ ফুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক – ড্র – সালাউদ্দিন এবং রাসেল, ক্রীড়া সম্পাদক আসিফ চৌধুরী – ফুলকপি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ হানিফ -মাছ, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আমিন -উড়োজাহাজ।
কার্যকরী সদস্য হিসেবে আরো ১০ জন নির্বাচনে নির্বাচিত হয়। নির্বাচনে মোট ১৪৮৬ ভোটারের মধ্যে ১৩০৫ জন ভোটার ভোট প্রদান করেন। এস এম হাবিবুল্লা আজিম (প্রধান প্রকৌশলী-যান্ত্রিক) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক হাসান চৌধুরী বলেন, এই নির্বাচনে হাজার হাজার মানুষের উপস্থিতি, অংশগ্রহণ এবং বন্দর রিপাবলিক ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বন্দর এলাকায় একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
তিনি সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সবাই সাধারণ সম্পাদক এবং যখন খুশি তখন রিপাবলিক ক্লাবে আসবেন। পারলে পরিবারের সবাইকে নিয়ে ক্লাবে ঘুরতে আসবেন এবং এখানে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কীভাবে সমাধান করা যায় তার জন্য পরামর্শ দিয়ে নির্বাচিত পরিষদকে সহযোগিতা করবেন।